প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ
প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ উপজেলা , জেলা ও বিভাগীয় পর্যায়ে পেশাগত বিভিন্ন ট্রেনিং-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য উৎসাহ প্রদান করা হয়ে থাকে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রমোশন ও শিক্ষা সংশ্লিষ্ট সরকার কতৃক প্রদেয় বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়ার জন্য একজন শিক্ষকের পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনীত শিক্ষকগণের তালিকা প্রতিষ্ঠান প্রধানগণের নিকট হতে সংগ্রহ করে যাচাই বাছাই করা হয়। এ ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করেননি এমন শিক্ষককে অগ্রাধিকার প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণ গ্রহণ করেননি এমন শিক্ষার্থীদের তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অথবা জেলা শিক্ষা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর-এর নিকট প্রেরণ করার জন্য প্রতিষ্ঠান প্রধানগণ উদ্যোগ গ্রহণ করবেন। এক্ষেত্রে যে কোন পরামর্শের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।